রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ইভিএম দিয়ে ডাকাতির ভোট করতে চায় সরকার: কুড়িগ্রামে রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি:: আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে ইভিএম হচ্ছে দিনে দুপুরে ডাকাতির ভোট। এই জালিয়াতির আরেকটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিদেশি গণমাধ্যম বলছে শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই। তিনি তাসের ঘর বানিয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কুড়িগ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে কৃষি বীজ ও ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল কুড়িগ্রাম শাখার উদ্যোগে বিকেলে পৌর শহরের নীলারাম স্কুল মাঠে প্রায় পাঁচ শতাধিক বন্যা কবলিত কৃষকদের মাঝে কৃষি বীজ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com