মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী আর কেউ নেই: হ্যারিসন ফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী বলে আখ্যা দিলেন হলিউড তারকা হ্যারিসন ফোর্ড। তিনি বলেন, ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী আর কেউ নেই। মূলত জলবায়ু পরিবর্তন দিয়ে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করে এই কথা বলেন ইন্ডিয়ানা জোনস খ্যাত তারকা।

রোববার (২ নভেম্বর) শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিসন ফোর্ড জলবায়ু পরিবর্তনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতা নিয়েই মূলত ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফোর্ড বলেন, ট্রাম্প কেবল অজ্ঞ নন, নির্বুদ্ধিতার সঙ্গেও তিনি জলবায়ু সংকটের বাস্তবতাকে অস্বীকার করছেন।

‘এয়ারফোর্স ওয়ান’-খ্যাত এই বর্ষীয়ান অভিনেতা বলেন, ট্রাম্পের কোনো সুসংগঠিত নীতি নেই। তিনি নিজের খেয়ালখুশি মতো সিদ্ধান্ত নেন এবং সেটাই আমাকে ভয় পাইয়ে দেয়। তিনি জানেন, তিনি এক ধরনের হাতিয়ার, যে বর্তমান ব্যবস্থার স্বার্থ রক্ষা করছে। অথচ এই ব্যবস্থাই পৃথিবীকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

ফোর্ড আরও বলেন, অজ্ঞতা, অহংকার, মিথ্যা ও বিশ্বাসঘাতকতা সব কিছুই ট্রাম্পের নীতিতে মিশে আছে। আমি ইতিহাসে এমন অপরাধী দেখি নি, যে এত নিষ্ঠুরভাবে পৃথিবীর ভবিষ্যৎ ধ্বংস করছে।

‘স্টার ওয়ার্স’ ও ‘ইন্ডিয়ানা জোন্স’-খ্যাত এই অভিনেতা বলেন, ট্রাম্প নিজের অবস্থান হারাচ্ছেন, কারণ তার বলা প্রতিটি কথাই মিথ্যা। তিনি মানুষের মধ্যে ভেদরেখা টেনে দিয়েছেন, অথচ পৃথিবীকে রক্ষার লড়াই সবার জন্য যৌথভাবে লড়া উচিত।

ফোর্ডের মতে, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব রোধ করা সম্ভব, যদি আমরা আমাদের আচরণ পরিবর্তন করি, নতুন প্রযুক্তি উন্নয়ন করি, এবং সবচেয়ে বড় কথা, বাস্তব পদক্ষেপ গ্রহণ করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com