বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের সংগীত ভুবনে ঝড় তোলা আসিফ আকবর এবার ভিন্ন মঞ্চে। মাঠ থেকে গান, সেখান থেকে সরাসরি ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে জীবনের আরেকটি রঙিন অধ্যায় শুরু হলো তার।

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। সময়সীমা শেষ হওয়ার আগেই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রতিদ্বন্দ্বী মীর হেলাল উদ্দিন সরে দাঁড়ালে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আসিফ আকবর।

শুধু আসিফ নন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আহসান ইকবাল চৌধুরীর প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ী হয়েছেন।

তবে সবচেয়ে বড় চমক ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার। তার সঙ্গে সরে দাঁড়িয়েছেন আরো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু।

সংগীত জগতের তারকা থেকে ক্রীড়া সংগঠক আসিফ আকবরের এই যাত্রা নিঃসন্দেহে এক অন্যরকম। এক সময় যিনি মঞ্চ মাতাতেন গানে, এখন তিনি যুক্ত হলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতিনির্ধারণী মঞ্চে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com