বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: যেকোনো দলের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার পক্ষে সমর্থন জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন এনসিপির ১৭০ জন নেতা-কর্মী।
এনসিপির সদস্য ইয়াহিয়া জিসান সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দলের সাংগঠনিক অবস্থান সুসংহত করা এবং দায়িত্বশীল সিদ্ধান্তকে সম্মান জানাতেই এই চিঠি দেওয়া হয়েছে।
আসন সমঝোতার পক্ষে দেওয়া চিঠিতে বলা হয়, দলীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে চিঠিতে স্বাক্ষরকারীদের পূর্ণ সমর্থন ও সম্মতি থাকবে। নির্বাহী কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আহ্বায়ক ও সদস্য সচিবের নেওয়া যেকোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিও তারা আস্থা ও সমর্থন প্রকাশ করেন।
এতে বলা হয়, আমরা বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে, যা দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা সুদৃঢ় করবে।
এর আগে, জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি জানান এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা। শনিবার এ বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন তারা।
চিঠিতে বলা হয়, সম্প্রতি জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে তাদের স্পষ্ট আপত্তি রয়েছে।
তাদের আশঙ্কা জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট দলের নৈতিক অবস্থানকে দুর্বল করার পাশাপাশি এনসিপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। দলের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এই নীতিগত প্রশ্ন গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তারা।