মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় লরিচাপায় নারী ও শিশুসহ নিহত ৩

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা) থেকে:: আশুলিয়ার বাইপাইল এলাকায় লরিচাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।

রোববার (৩ আগস্ট) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তবে কিছুক্ষণ পরেই তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে লরি।

হাইওয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিলো। এসময় সড়কের গর্তে পড়ে অটোরিকশাটি উল্টে লরির পিছনের চাকার নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে শিশু ও তার মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিনজন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিলো চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে বিপরীত দিক থেকে আসা একটি লরির নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান। আহত মা ও ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পরপরই সড়ক অবরোধের চেষ্টা করে এলাকাবাসী। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com