বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

আয়াতুল্লাহ খামেনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন

আয়াতুল্লাহ খামেনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ বৃহস্পতিবার (২৬ জুন) টেলিভিশনে তার ভাষণটি প্রচার করা হবে। খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, এ ভাষণে গুরুত্বপূর্ণ কথা বলবেন তিনি।

দখলদার ইসরায়েলের সঙ্গে গত ১৩ জুন ইরানের যুদ্ধ শুরু হয়। এরপর খামেনি গোপন স্থানে চলে যান। গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে দুইদিন কেটে গেলেও খামেনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজ তিনি ইরানিদের উদ্দেশ্যে কি বলেন সেটির দেখার বিষয়।

দখলদারদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত এটি কার্যকর আছে।

সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com