রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আফগান সীমান্তের কাছে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের অন্তত ১৯ সেনা সদস্য নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তানসহ সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি সেনাদের অভিযানের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। এ অভিযানে ৩৫ জন পাকিস্তানি তালেবান (টিটিপি) সদস্যও নিহত হয়েছেন।

পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বাজাউর জেলায় একটি অভিযানে ২২ জন তালেবান সদস্য নিহত হন। একই দিনে দক্ষিণ ওয়াজিরিস্তানে পৃথক অভিযানে আরও ১৩ জন নিহত হন। এসব অভিযানে তীব্র বন্দুকযুদ্ধে ১২ জন সেনা সদস্য শহীদ হন।

এছাড়া লোয়ার দির এলাকায় একটি জঙ্গি আস্তানায় সেনারা অভিযানে গেলে গোলাগুলিতে আরও ৭ সেনা ও ১০ বিদ্রোহী যোদ্ধা নিহত হন।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে অবস্থান নিয়েও টিটিপি পাকিস্তানে হামলা চালায় এবং এ গোষ্ঠীর সঙ্গে আফগান তালেবান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী কাবুলের তালেবান সরকারকে তার ভূখণ্ড পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ইসলামাবাদ অভিযোগ করেছে, পাকিস্তান তালেবানরা ভারত মদদপুষ্ট—যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

পাকিস্তান বরাবরই ভারতকে টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের অভিযোগ করে আসছে, যা নয়াদিল্লি বরাবরই অস্বীকার করেছে। সাম্প্রতিক এই রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে এখনো কাবুল বা নয়াদিল্লির পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

খবর : আল-জাজিরার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com