মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

আজ রাজধানীতে জামায়াতে ইসলামীসহ ৭ দলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ নানা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তিন দিনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ প্রথম দিনের কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াত ছাড়া অন্য ছয়টি দল হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। কর্মসূচি সফল করতে দলগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

দলগুলোর ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে:

১। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন।

২। নির্বাচন পদ্ধতিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা চালু।

৩। নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত।

৪। বর্তমান সরকারের ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির’ বিচার দৃশ্যমান করা।

৫। স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

৬। দাবি আদায়ের লক্ষ্যে দলগুলো আগেই ১৯, ২০ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।

জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিবৃতিতে জানিয়েছে, বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়া বিকেলে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের। খেলাফত মজলিসও পৃথকভাবে বিক্ষোভ মিছিল করবে। একইভাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাগপা আজ রাজধানীতে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com