শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

আজকের কৃতি শিক্ষার্থী আগামীর সমাজ বির্নিমানের আলোর দিশারী: খন্দকার আবু আশফাক

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আলোকিত ফোরাম দোহার শাখা।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়াকে উপক্ষো করে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত হয়। উপজেলার প্রায় দেড় শতাধিক জিপিএ-৫ প্রাপ্তদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক বলেন, আজকের কৃতি শিক্ষার্থী আগামীর সমাজ বির্নিমানের আলোর দিশারী। তোমাদের সেই পথে আগাতে হবে। জ্ঞান বিজ্ঞানের আলোকে নিজের জীবন ও সমাজকে আলোকিত করতে জনকল্যাণে কাজ করতে হবে। সভ্যতা বিকাশে মেধা মনন ও প্রতিভাকে ছড়িয়ে দিতে হবে। সৃষ্টিশীল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় তোমাদের ভূমিকা হোক ইতিবাচক ও নি:স্বার্থ। বর্তমান সমাজের অনাচার ও বৈষম্য দূরীকরণে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। তোমরাই হবে সুন্দর বাংলাদেশের উজ্জল দৃষ্টান্ত।

জাতীয়তাবাদী আলোকিত ফোরামের উপদেষ্টা ও ব্যবসায়ী আবুল হাসেম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি লায়ন খন্দকার আবু আশফাক।

এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শিকদার, টিসিএল এগ্রো লিমিটেডের উদ্যোক্তা তানভীর আহমেদ (সানু), পিজি হাসপাতালের গ্যাস্টোলিভার বিভাগের গবেষণা সহকারী ডা. কাজী মাহবুবুর রহমান, রবিন টেক্স গ্রুপের প্রধান প্রকৌশলী মাহমুদ মঞ্জুর আলম শামীম, দি নিউ স্কুলের প্রতিষ্ঠাতা ফরিদ হোসেন।

এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৫৪ জন জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com