বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

আইএফসি’র আহ্বানে তিস্তা নদী সংকট: সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা

অনলাইন ডেস্ক ॥
তিস্তা নদীতে দফায় দফায় বন্যা এবং শুষ্ক মৌসুমে পানি শূন্যতার মারাত্মক পরিস্থিতির বিরুদ্ধে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)।

চলতি বর্ষায় তিস্তার বন্যায় দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, এবং গাইবান্ধার হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়েছে। বিশেষ করে কৃষকদের রোপা আমন ধানের চারা বারবার ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে, শীতকালে ভারত তিস্তার পানি একতরফাভাবে প্রত্যাহার করায় নদী শুকিয়ে যায়, যার ফলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যে ভয়াবহ সংকট দেখা দেয়।

নিউইয়র্ক ও বাংলাদেশ শাখার নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, এই পরিস্থিতি এখন একটি মানবসৃষ্ট পরিবেশ বিপর্যয়ে পরিণত হয়েছে। লাখো মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মুখে থাকলেও বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। তারা মনে করেন, এই সমস্যা নিয়ে নীরব থাকার কোনো সুযোগ নেই, বরং আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় ফোরামে জোরালোভাবে বিষয়টি উত্থাপন করা এখন অত্যন্ত জরুরি।

আইএফসি নেতারা আরও উল্লেখ করেন, আগামী বছর ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই বাংলাদেশকে একটি নতুন ও কার্যকর চুক্তির জন্য উদ্যোগ নিতে হবে, যা বেসিনভিত্তিক ও সমন্বিত ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে তৈরি হবে। শুধু গঙ্গা নয়, সব অভিন্ন নদীর পানিবণ্টন সমস্যার সমাধান করা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে ৫৪টি অভিন্ন নদী থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে শুধু বাংলাদেশ নয়, ভারতের অভ্যন্তরেও পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই এই সংকট মোকাবিলায় দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা করা জরুরি।

বিবৃতিতে স্বাক্ষর করেন আইএফসি নিউইয়র্কের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, মহাসচিব মোহাম্মদ হোসেন খান, আইএফসি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, সভাপতি মোস্তফা কামাল মজুমদার এবং সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com