মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পল বিয়া ফের ক্যামেরুনের রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। ৯২ বছর বয়সেও অষ্টমবারের মতো দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি ধরে রেখেছেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ও দীর্ঘতম মেয়াদে ক্ষমতায় থাকা রাষ্ট্রনেতার রেকর্ড। ১৯৮২ সালে ক্ষমতায় আসা পল বিয়া এবারও জয়ের ধারায় ব্যতিক্রম ঘটাননি।
দেশটির সংবিধানিক কাউন্সিল সোমবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।
কাউন্সিলের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বিয়া পেয়েছেন মোট ভোটের ৫৩ দশমিক ৬৬ শতাংশ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইসা চিরোমা বাকারি পেয়েছেন ৩৫ দশমিক ১৯ শতাংশ ভোট।
সংবিধানিক কাউন্সিলের সভাপতি ক্লেমেন্ট আতাঙ্গানা বলেন, প্রার্থী বিয়া পলকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো।
এবারের নির্বাচনে পলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসা চিরোমা, যিনি একসময় বিয়ার সরকারের মুখপাত্র ছিলেন। বছরের শুরুতে মতপার্থক্যের জেরে তিনি দল ছেড়ে বিরোধী শিবিরে যোগ দেন এবং ব্যাপক প্রচার চালান। তার পক্ষে বড় জনসমাগম ও নাগরিক সংগঠনের সমর্থন পাওয়া যায়।
তবে নির্বাচন ঘিরে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ভোটের আগের দিন দেশটির উত্তরাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী দুয়ালায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী সমর্থকদের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
এদিকে ফল ঘোষণার আগেই চিরোমা দাবি করেছিলেন, তিনি ৫৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।