শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: মহাসমাবেশে হামলা, দলের মহাসচিব সহ বিএনপির নেতাকর্মীর মুক্তি ও গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি’র অবরোধ কর্মসূচির সমর্থনে কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি’র সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার সকালে অবরোধের তৃতীয় দিনে রমনা রেল স্টেশন থেকে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিলমারী নৌ বন্দরে এসে শেষ হয়।
পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ হোসেন পাখী, মৎসজীবী দলের চিলমারী উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফা সাদ্দাম, সদস্য আলমগীর, ছক্কু মিয়া প্রমুখ।
বক্তরা দলের মহাসচিব সহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।