বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন । আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া-আগরতলা সড়কে সদর উপজেলার কোড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।
নিহত ব্যক্তিরা হলেন জেলা শহরের মধ্যপাড়ার মৃত স্বপন মিয়ার ছেলে মহিবুল ইসলাম (৩৮) ও পৌর এলাকার নয়নপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে শাহীন চৌধুরী (৪৮)। এই দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে মহিবুল ও শাহীন জেলা শহর থেকে আখাউড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন । সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডার রেলওয়ে কেবিন জংশন এলাকায় বিপরীত দিক থেকে ব্রাহ্মণবাড়িয়ামুখী একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মোটরসাইকেলের দুই আরোহী মহিবুল ও শাহীন সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয় । এতে অটোরিকশার পাঁচজন যাত্রী আহত হন ।
স্থানীয় লোকজন এক শিশু, দুই নারীসহ আহত পাঁচজনকে উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।