শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু

অনলাইন ডেস্ক:: ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের এই প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন ফি, মৌখিক ও লিখিত পরীক্ষার নম্বর এবং বয়সসহ বিভিন্ন ক্ষেত্রে বিশাল পরিবর্তন নিয়ে এবারের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে এক দফা আবেদন স্থগিতের পর নতুন দিন-তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রতিষ্ঠানটির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে প্রথমবারের মতো আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সর্বক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

এছাড়া আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এবার থেকে মৌখিক পরীক্ষায় ২০০ নম্বর থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে।

সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র ৫০ টাকা।

বিজ্ঞপ্তি আরও বলছে, ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার ২০১টি। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com