শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননে যুদ্ধবিরতি নয়: ইসরায়েল

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননে যুদ্ধবিরতি নয়: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ ক্রমশ বাড়তে থাকায় লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের অন্যান্য মিত্র দেশগুলো।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত সরকার লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হবে না।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের কাছে একমাত্র উপায় হলো, হিজবুল্লাহকে উত্তরের দিকে সরিয়ে দেওয়া এবং তাদেরকে নিরস্ত্র করা।

তিনি বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাব বাস্তবায়ন প্রয়োজন। যতক্ষণ না এগুলো না ঘটবে, ইসরায়েল তার নাগরিকদের নিরাপত্তা ও উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়িতে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য তার কার্যক্রম চালিয়ে যাবে।’

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মতে, হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকে হত্যা করা ইসরায়েলের সবচেয়ে ন্যায়সঙ্গত পাল্টা ব্যবস্থাগুলোর মধ্যে একটি ছিল। কারণ, নাসরাল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আরও হামলার পরিকল্পনা করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com