শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া মারা গেছেন

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া মারা গেছেন

স্পোর্টস ডেস্ক:: স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার।

বার্ধক্যসহ নানা রোগে ভুগছিলেন ৮১ বছর বয়সী পিন্টু। গতকাল আকস্মিকভাবে পড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এরপর ক্রমেই স্বাস্থ্যের অবনতি হতে থাকে সাবেক এই ডিফেন্ডারের। অন্য হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি।

১৯৪৩ সালের ১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন পিন্টু। পঞ্চাশের দশকের শেষ দিকে পেশাদার ফুটবল শুরু করেন তুখোড় এই ডিফেন্ডার। মোহামেডানের ইতিহাসে ভাস্মর হয়ে আছেন পিন্টু। ক্লাবটিতে খেলেছেন ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত।

১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯৭৩ সালে। মারদেকা কাপে মালয়েশিয়ার বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন পিন্টু। খেলা ছাড়ার পর মোহামেডানের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় দলের ডাগআউটেও দাঁড়িয়েছেন কিংবদন্তি ফুটবলার পিন্টু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com