সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা

সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন তিনি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টা।

আসিফ নজরুল লিখেছেন, ‘সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি, সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হয়েছে।’

তিনি লেখেন, সৌদি আরব সেখানে আকামা বিহীনভাবে থাকা বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায়দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে, চাকরির চুক্তির আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে, পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে।’

ওমান ও কাতার প্রসঙ্গে আইন উপদেষ্টা লেখেন, ‘ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নেবে বলেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে।’

তিনি আরও লেখেন, ‘এখন পর্যন্ত সব প্রতিশ্রুতিই। তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে। আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলোআপ করব। প্রবাসে কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন। এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না, তবু আমি বিমান কতৃপক্ষের সঙ্গে দু’একদিনের মধ্যে বসব। ’

ওই পোস্টে আসিফ নজরুল আরও লেখেন,‘সবশেষে আপনাদের বহু মানুষের কাছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছি। তাদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে আমারও ভালো লেগেছে। দুদিনে চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয়, তারা আমার সঙ্গে সৌদি আরবের বড় বড় প্রায় ২০টি চাকরিদাতা কোম্পানী ও প্রবাসে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে দুটো মিটিং-এর ব্যবস্থা করেছে। এগুলো নিয়ে পরে লিখব। ’ ‘সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন’, লেখেন আইন উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com