শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

আবদুল্লাহ আল, মামুন, নারায়নগঞ্জ থেকে:: নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ‍

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার আষারিয়ারচর মেঘনা টোল প্লাজায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ লিটন (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী থানার সাতরা (ধর্মপুর) এলাকার মৃত মিলনের ছেলে।

পুলিশ জানায়, আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাসী চলছিলো। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইতি পরিবহনের যাত্রাবাহী একটি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময়ে ঐ যুবককে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবত সে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে। আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com