শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে প্রধাান আসামী করে এজাহার নামীয় ১৫ জন এবং অজ্ঞাত আরো ৫ জনের নামে দোহার থানায় মামলা হয়েছে।
বাদী মো. রুকুন উদ্দিন আদালতে মামলাটি দাখিলের আবেদন করলে রোববার আদালত দোহার থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে আদেশ দেয়।
এরপর রোববার রাত ১০টায় দোহার থানার ওসি আদালতের নির্দেশে ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে প্রধান আসামী করে মামলাটি এজাহারভূক্ত করেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ্য করেছেন গত ১৩ জুলাই রাতে ম্হবুবুর রহমানের নেতৃত্বে রুকুন উদ্দিন গোদার পৈত্রিক সম্পত্তি ও মার্কেটে হামলা চালিয়ে দখল করে নেয়। এসময় মার্কেটের ৮/১০টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং দোকানের মালামল লুটপাট করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আদালতের নির্দেশ পেয়ে রোববার রাতে মামলাটি রেকর্ড করা হয়। উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা এলাকার রুকুন উদ্দিন গুদা নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন।
এ বিষয়ে রুকুন উদ্দিন গোদা বলেন, এদের অত্যাচারে পরিবার নিয়ে পালিয়ে ছিলেন তিনি। ঘটনার সময় আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারণে মামলা নেয়নি দোহার থানা পুলিশ।
উল্লেখ্য, মাহবুবুর রহমান ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই প্রথম মামলা। সালমান এফ রহমানসহ দোহারে একটি ও নবাবগঞ্জ থানায় দুটি মামলা হলেও সে মামলায় তাঁর নাম নেই।