সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪

সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছনখোলা নামক এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন চারজন।

সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের নাম নিজাম ও ছালেক বলে জানা গেছে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- স্থানীয় বাসিন্দা ওবায়দুল হক (২২), মামুনুর রশিদ (৪৫), নাসির উদ্দিন (৩৮) ও আব্বাস উদ্দিন (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে সাতকানিয়ার ছনখোলা পশ্চিমপাড়ায় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে একদল যুবক এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। এসময় স্থানীয় মানুষজন গুলিবিদ্ধ হন। গুলির শব্দ পেয়ে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষনা দিয়ে, গ্রামবাসীকে ডাকাত প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‍খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি থানা থেকে লুট করা অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com