শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে ৭ কলেজকে: শিক্ষা উপদেষ্টা

সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে ৭ কলেজকে: শিক্ষা উপদেষ্টা

একুশের কণ্ঠ রিপোর্টা:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাদ দিয়ে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিল একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে অর্ন্তভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার, পরীক্ষা সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে। এর থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, সেই সমন্বিত প্রতিষ্ঠানের নাম কী দেওয়া যায়, সেটা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে। এর জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা সেটি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীরা চাইলেও সেটি পর্যবেক্ষণ করতে পারবে।

শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে এই সরকার কাজ করে যাচ্ছে। যেসব সমস্যা রয়েছে, সেগুলো প্রতিষ্ঠানের প্রধানদের জানানোর জন্য বলা হয়েছে। পরবর্তী সময়ে আমরা সেগুলো নিয়ে কাজ করবো। তাদের সব সমস্যার সমাধান করা হবে। আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com