বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন শরণার্থী ও শ্রমঅভিবাসন বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আগামীকাল বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথ নেবন তিনি। ঢাবির সাবেক এ শিক্ষক সি আর আবরার নামে বেশি পরিচিত।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অধ্যাপক ড. সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন জানিয়ে তিনি বলেন, কাল (বুধবার) উনি শপথ নেবেন। অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ (বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা) অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এ জন্য অধ্যাপক ড. সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে।

অধ্যাপক ড. সি আর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করার পর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন সি আর আবরার।

১৯৭৯ সাল থেকে টানা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা সমন্বয়ক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com