শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
প্রযুক্তি ডেস্ক:: মোবাইল এখন প্রত্যেকের হাতে হাতে। শুধু কথা বলা নয়, স্মার্টফোন যেন এখন পড়াশোনারও এক অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীরা এখন চাইলেই স্মার্টফোন দিয়ে করে ফেলতে পারেন অ্যাসাইনমেন্ট কিংবা হোমওয়ার্ক। টুকে নিতে পারেন গুরুত্বপূর্ণ কোনো নোট কিংবা শেয়ার করতে পারেন নিজেদের স্কিল। এর জন্য অ্যাপস স্টোরগুলোতে রয়েছে আধুনিক কিছু অ্যাপ। শিক্ষার্থীদের কাজে আসে, এমন কিছু অ্যাপ নিয়ে আমাদের আজকের আয়োজন।
ইংরেজি শেখাবে গ্রামারলি: ইংরেজি ভাষার পঠনপাঠনে দারুণভাবে সাহায্য করে এই অ্যাপ। আপনি ইংরেজিতে কিছু লিখলে সেই লেখায় বানান ঠিক আছে কিনা, বাক্য গঠন ঠিক হয়েছে কিনা এবং ব্যাকরণগত কোনো ভুল থাকলে তার সবই দেখিয়ে দেবে এই অ্যাপ।
ফটোম্যাথে মিলবে গণিত সমাধান: গণিত সমাধানের জন্য ফটোম্যাথ অ্যাপ দারুণ কার্যকর। গণিতের কোনো একটি অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে? সঙ্গে সঙ্গে সেটির ছবি তুলে এই অ্যাপে দিলেই অঙ্কটির সমাধান করে দেবে। অঙ্কটি কীভাবে সমাধান করা হয়েছে। এই অ্যাপ একজন টিউটরের ভূমিকা পালন করে থাকে। প্লে-স্টোর থেকে এই অ্যাপ ফ্রি ইনস্টল করতে পারবেন।
এভারনোট গুছিয়ে দেবে সব নোট: এই অ্যাপটি স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপ- যে কোনো ডিভাইসেই রাখতে পারবেন। এই অ্যাপে আপনি আপনার প্রয়োজনীয় বইয়ের পিডিএফ থেকে শুরু করে অডিও-ভিডিও সব কিছুই গুছিয়ে রাখতে পারবেন। চাইলে নিজের পড়া নোট করেও রাখতে পারবেন।
ইংরেজি শেখা সহজ করবে বাংলা অভিধান: আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শিখতেই হয়। মোবাইলের অ্যাপ ব্যবহার করে সে কাজটি আরও সহজ। ইংরেজি বলতে, লিখতে এবং পড়ে বোঝার জন্য শব্দের অর্থ জানতে হয়। অনেক সময় কঠিন কঠিন শব্দ থাকে; ফলে ইংরেজিকে অনেকে ভয় পায়। কিন্তু ইংলিশ-বাংলা ডিকশনারি অ্যাপ ব্যবহারে মুহূর্তের মধ্যে শব্দের অর্থ জানা যায়। এ ছাড়া অক্সফোর্ড ডিকশনারি অব ইংলিশ, ডিকশনারি-মেরিয়াম ওয়েবস্টারÑ এ দুটি অ্যাপের মাধ্যমে ইংরেজি শব্দের অর্থসহ সঠিক উচ্চারণ পাওয়া যায়। এ ছাড়া হ্যালো ইংলিশ অ্যাপস দ্বারা ধাপে ধাপে ইংরেজি শেখা যায়।
উলফফার্ম অ্যালফা খুঁজে দেবে তথ্য: এটি আসলে একটি সার্চ ইঞ্জিন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব পাবেন বাইরের তথ্যের ভিত্তিতে। বিভিন্ন ফর্মুলা, ইকুয়েশন, স্ট্যাটিসটিক্যাল ডাটার ভিত্তিতেও সঠিক জবাব পাওয়া সম্ভব এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে।
ডকুমেন্টস থাকবে মোবাইলে: অনেক সময় শিক্ষার্থীদের প্রয়োজন হয় বিভিন্ন নোট ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফটোকপি করার। সে ক্ষেত্রে ‘ক্যাম স্ক্যানার’ অ্যাপ ব্যবহার করে মোবাইল দিয়ে সহজে স্ক্যান করা যায়। গুগল প্লে-স্টোরে সার্চ দিলেই পাওয়া যাবে। সেখান থেকে যেটি পছন্দ হয়, সেটি ব্যবহার করা যেতে পারে। এটি শুধু শিক্ষার্থী নয়, একজন চাকরিজীবী বা সাধারণ মানুষও এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট সেভ করে রাখতে পারে।
হোমওয়ার্ক করে দেবে বার্টেলবাই: হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্টে সহায়তা করার জন্য কার্যকরী অ্যাপ হলো বার্টেলবাই। এর মাধ্যমে সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যাথ, বিজনেস, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ের যে কোনো প্রশ্ন লিখে, ছবি তুলে কিংবা স্ক্যান করে সহজেই উত্তর খুঁজে নেওয়া যায়। বার্টেলবাই শিক্ষার্থীর যে কোনো প্রশ্ন করার ৩০ মিনিটের মধ্যে এর সমাধান খুঁজে দেবে। এখানে শিক্ষার্থীরা নিবন্ধন করে সমস্যার সমাধান দিয়ে অর্থ উপার্জনও কতে পারবে।
স্কিল শেখাবে স্কিলশেয়ার: স্কিলশেয়ার একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এখানে শিক্ষার্থী দক্ষ ও পেশাদারদের মাধ্যমে বিজনেস, ডিজাইন, সায়েন্স, ফটোগ্রাফি, গেমিং টেকনোলজি, মিউজিক, রাইটিং, ফ্যাশনসহ হাজারের বেশি কোর্সে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি কোর্সের মধ্যে শিক্ষার্থীর প্রোগ্রেস সেভ করা হয়, যাতে শিক্ষার্থী তার অগ্রগতি বুঝতে পারে।