বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিদেশি পিস্তল, গুলি ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

লালমনিরহাটে বিদেশি পিস্তল, গুলি ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ জুয়েল (২৮), লিটন হালদার (২৭) ও মোঃ আসলাম (৩৫) নামে তিনজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৫০ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপতারকৃত জুয়েল ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে, লিটন হালদার ছোট শাকরাইল এলাকার সুদেব হালদারের ছেলে ও আসলাম মানিকগঞ্জ শিবালয় এলাকার আব্দুল আজিজের ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি (সাকোয়ার বাজার) এলাকায় একটি মাইক্রোবাস আটক করা হয়। এ সময় মাইক্রোবাসে অবস্থান করা জুয়েল, লিটন ও আশলাম নামে তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে জুয়েলের নিকট থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসে একটি বস্তায় থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ তালিকায় নেয়া হয়।

লালমনিরহাটে বিদেশি পিস্তল, গুলি ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

পরে তাদের জিজ্ঞাসা করলে তাদের কাছে পাওয়া বিদেশি অবৈধ অস্ত্র ও গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাদের গ্রেফতার দেখানো হয়। থানা পুলিশের গোপনীয়তা রক্ষার্থে এবং বিষয়টি তদন্তে আরও কিছু তথ্যের জন্য দেরিতে সাংবাদিকদের অবগত করা হলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা পক্রিয়াধিন রয়েছে বলেও জানান তিনি। মামলা শেষে আরও তথ্যের জন্য আজ বিকেলে রিমান্ডের জন্য আদালতে নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com