শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

লালমনিরহাটে কোটি টাকার স্বর্নসহ পাচারকারী আটক

লালমনিরহাটে কোটি টাকার স্বর্নসহ পাচারকারী আটক

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা ৪৮ ভরি স্বর্নসহ শহিদুল ইসলাম (৫৫) নামে এক স্বর্ন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট বিজিবি’র দরবার হলে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ১৫বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আসিফুল ইসলাম সিদ্দিকী।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার অনন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের পূত্র।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে গঙ্গারহাট ক্যাম্পের সদস্যরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগিস সীমান্তের ৯৩৭ নং মূল সীমানা পিলারের নিকটে সন্দেহভাজন শহিদুল ইসলাম নামে একজনকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ৪৮ ভরি। বাজার মূল্য প্রায় কোটি টাকা। জব্দকৃত স্বর্ণগুলো ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

কুড়িগ্রাম থানায় মামলা দায়েরের পর আটককৃত শহিদুল ইসলামকে থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com