শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: গেল আন্তর্জাতিক উইন্ডোর স্কোয়াডে ব্রাজিল একটা চমকই দিয়েছিল। কোপা আমেরিকায় দারুণ পারফর্ম করা রাফিনিয়াকে দলে রাখেনি। একই নিয়তি হয়েছিল গ্যাব্রিয়েল মার্তিনেলিরও। তবে দুজনেরই ভাগ্য খুলেছে এবার। ডাক পেয়েছেন অক্টোবরের ফিফা উইন্ডোর জন্য ব্রাজিলের ঘোষিত দলে।
ব্রাজিলের আক্রমণভাগের বাকি তিনজন রিয়াল মাদ্রিদের। ভিনিসিয়াসের সঙ্গে রদ্রিগো গোয়েজ ও এনদ্রিক ধরে রেখেছেন নিজের জায়গাটা।
ব্রাজিল এবারের বাছাইপর্বে এখনও স্বরূপে ফিরতে পারেনি। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। শেষ পাঁচ ম্যাচের ৪টিতেই হেরেছে দলটা। যার ফলে তাদের অবস্থান এখন পাঁচে, প্লে অফ স্পটে থাকা প্যারাগুয়ের চেয়ে তাদের পয়েন্ট মোটে ১ বেশি!
আগামী ১০ অক্টোবর চিলির সান্তিয়াগোতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর ৫ দিন পর ব্রাসিলিয়ায় পেরুর বিপক্ষে খেলবে সেলেসাওরা।
স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এডারসন
ডিফেন্ডার: দানিলো, আবনার, ভ্যান্ডারসন , গিলের্মে আরানইয়া, ব্রেমার, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মারকিনিয়োস
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এনদ্রিক, লুইজ হেনরিক, রদ্রিগো, সাভিও, ভিনিসিয়াস জুনিয়র, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেলি, রাফিনিয়া