শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

রাজধানীতে ফের সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ

রাজধানীতে ফের সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:: ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার ছাড়াও বিআরটিএ থেকে লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে গত কয়েকদিনের মতো আজও রাজধানীর আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে বিক্ষোভ করছেন তারা।

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন, আজও আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে যানচলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

এদিকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর আজ শুনানি হতে পারে।

এছাড়া, সমস্যা সমাধানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসেছে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com