মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর গুলশানে দুই ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২১ নম্বর প্লট থেকে শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- মো. রফিক (৬২) ও মো. সাব্বির (১৫)। তারা দুজন ওই এলাকার একটি বাসায় কেয়ারটেকারের কাজ করতেন বলে জানা গেছে। নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ জেলায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ।