শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
রংপুর ব্যুরো:: রংপুরের মিঠাপুকুরের সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর কায়েমের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কায়েমের বাজার এলাকার বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), তার ছেলে ইদা মিয়া (৩৫) এবং প্রতিবেশী বজলুল মিয়া (৩৫)।
ঘটনাটি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে দেলোয়ারা বেগম তাদের বাড়ির পাশে সেপটিক ট্যাংকের উপরে দাঁড়িয়ে মাচা থেকে শাক সংগ্রহ করছিলেন। এসময় স্লাব ভেঙ্গে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। মা-কে উদ্ধার করতে ছেলে ইদা মিয়া এগিয়ে এলে তিনিও পা পিছলে সেপটিক ট্যাংকে পড়ে যান।
এরপর খবর পেয়ে প্রতিবেশী বজলুল মিয়া এগিয়ে এলে তিনিও ট্যাংকের ভেতরে পড়ে যান। পরে অন্য প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু শেষরক্ষা হয়নি। তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।