সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: চলতি বছরের বিপিএলে এক কথায় উড়ছিল রংপুর রাইডার্স। প্রথম ৮ ম্যাচে অপরাজিত থাকলেও গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে টানা হারে পয়েন্ট টেবিলে তিন নম্বরে স্থান পায় নুরুল হাসান সোহানের দল। এতে এলিমিনেটর খেলতে হয়েছে তাদের। যদিও এলিমিনেটরে ‘ডু অর ডাই’ ম্যাচ খেলতে স্কোয়াডের শক্তি বাড়ায় রংপুর। টি-২০ তারকা আন্দ্রে রাসেল-টিম ডেভিডদের নিয়ে খুলনার টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রাইডার্সরা। তবে খুলনার বোলিং লাইনআপের কাছে তারকায় ঠাসা রংপুরের ইনিংস থেমেছে মাত্র ৮৫ রানে। আর এতেই ৯ উইকেটের জয়ে কোয়ালিফায়ারে উঠল খুলনা।

সোমবার (৩ ফেব্রুয়ারী) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে রংপুর।

ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারায় তারা। ইনিংসের দ্বিতীয় বলে সিঙ্গেল নিতে গিয়ে জেমস ভিন্সের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন সৌম্য। পরের ওভারে নাসুমের শিকার হয়ে ফিরেছেন ভিন্স।

পরপর দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরতে পারেননি সাইফ হাসান ও শেখ মেহেদীরা। নাসুম আহমেদের দারুণ এক ডেলিভারিতে স্ট্যাম্প উপড়ে গেছে মেহেদীর। পরের ওভারে খুলনা কাপ্তান মেহেদী হাসান মিরাজের বলে মোহাম্মদ নেওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফও।

আজ একটু আগে ভাগেই নামা সাইফউদ্দিন এলবিডব্লিউ হন হাসান মাহমুদের বলে। পরে টি-টোয়েন্টির বড় তারকা পরিচয় পাওয়া অস্ট্রেলিয়ার টিম ডেভিডও হতাশ করেছেন। ৯ বলে ৭ রান করা ডেভিডকে ফেরান নাসুম। ৩২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটি ভরসা ছিল আন্দ্রে রাসেলের ওপর। কিন্তু ব্যাট হাতে আজকের দিনটা তার ছিল না। ৯ বলে মাত্র ৪ রান করে নওয়াজের বলে আউট হন ক্যারিবীয় তারকা।

এরপরেই দলীয় ৫২ রানে আউট হন সোহান। ২৫ বলে তার ব্যাট থেকে আসে ২৩ রান। ফলে ৫০-এর আশেপাশেই গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয় রংপুরের। কিন্তু আকিফ জাভেদের ৪ চার ও ২ ছয়ের মারে ৮০ পেরোতে সক্ষম হয়। তবে মুশফিক হাসানের বলে আউট হন তিনি।

খুলনার হয়ে মিরাজ ও নাসুম সমান ৩টি করে উইকেট নেন। একটি করে উকেট নেন হাসান মাহমুদ, নওয়াজ ও মুসফিক হাসান।

ছোট লক্ষ্য তাড়ায় অবশ্য প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা। দলীয় ২ রান করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় দলটি। তবে এরপর আর কোনো বিপদ আসতে দেননি অ্যালেক্স রস এবং নাইম শেখ। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৮৭ রানের জুটি। আর এই জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যান মিরাজরা। খুলনার হয়ে ৩৩ বলে ৪৮ রান করেছেন নাইম শেখ। রস অপরাজিত থাকেন ২৯ রানে। রংপুরের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন আকিফ জাভেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com