শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

মাদক সন্ত্রাস ও অনাচার রোধে কাজ করবে নাগরিক কমিটি

মাদক সন্ত্রাস ও অনাচার রোধে কাজ করবে নাগরিক কমিটি

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জে মাদক সন্ত্রাস ও অনাচার রোধে কাজ করবে নাগরিক কমিটি। দল যার যার দেশ সবার এ শ্লোগানে শনিবার দুপুর ১২ টায় নবাবগঞ্জ বাজার সংলগ্ন নিমতলায় সুধী সমাবেশে এ কথা বলেন বক্তারা।

হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, এলাকার সমাজসেবক তুষার আহমেদ, মহসীন আকবর, লিটু হাসান, নিলু আহমেদ, লিয়াকত হোসেন, জাকির হোসেন, শাহীনুর রহমান, এড লাবলু শিকদার, শোভন খান, ঝিণ্টু মোল্লা, আবুল শিকদার প্রমুখ।

কলাকোপা ইউনিয়ন আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকারের কাজকে তরান্বিত করতে সমাজে সুশীল প্রতিনিধিত্ব জরুরী। যাতে কেউ দুর্নীতি, সন্ত্রাস, ভূমি দস্যুতার মতো জনঘৃণিত কাজে উৎসাহী না হয়। রাজনীতির বাইরে একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থা।

তুষার আহমেদ বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে মাঝে মাঝে সভা সেমিনার করে সচেতনতা বাড়াতে হবে। তিনি আরো বলেন, নবাবগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের জন্য এ সংগঠন হোক মানবতার ঠিকানা।

সাবেক ভাইস চেয়ারম্যান ও ভিপি মহসীন আকবর বলেন, দখল বাণিজ্য, চাঁদাবাজিসহ জনবিরোধী সকল কাজে এ সংস্থা মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের সাহসের বাতিঘর হোক এ নাগরিক কমিটি এ প্রত্যাশা করি।

অনুষ্ঠানে নারী পুরুষ ও যুব তরুণসহ প্রায় পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com