শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ক’দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের ভালুকার কারিগররা।
আর কয়েক দিন পরেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়। তাই বিরামহীন প্রতিমা তৈরির কাজ করছে কারিগররা। এবার উপজেলায় ৬১টি মন্ডপে এক সাথে চলছে প্রতিমা তৈরির কাজ। উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন মন্দিরে এখন শোভা পাচ্ছে ছোট-বড় প্রতিমা।
ওই মন্দিরগুলোতে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা বাঁশ-কাঠ আর কাদা মাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো এরই মধ্যে মন্ডপের কাঠামো তৈরি এবং খড়ের কাজ শেষ হয়েছে। এখন চলছে মাটির কাজ। এরপর মাটির তৈরি প্রতিমা শুকিয়ে রং তুলির কাজ করা হবে।
কারিগররা জানান, আগের তুলনায় এবছর কাজ কম থাকলেও কারিগররা শান্তিপূর্ণভাবে কাজ করছে পরিস্থিতি এখন ভালো। তবে কেউ কেউ অভিযোগ করে বলেন আমরা ভালো থাকলেও দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাংচুর করছে এটা মোটেই কাম্য না, বর্তমান সরকার যেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। আমরা যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভালুকা উপজেলা শাখার সভাপতি মলয় কুমার মানিক নন্দী জানান, ইতিমধ্যে আমাদের প্রতিমা তৈরির কাজ শেষ। রঙের কাজ চলছে। আমাদের ভালুকায় কোনো সমস্যা নাই। আমরা মনে করি আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করবো।
ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, ভালুকায় ৬১টি পূজা মন্ডপে আমরা আশা করি জাঁকজমক ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পূজা উদযাপন সংশ্লিষ্টদের সাথে মিটিং করেছি। আইনশৃঙ্খলা রক্ষায় সকল রকম প্রস্তুতি নিয়েছি।