শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে প্রভাসের রেকর্ড!

ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে প্রভাসের রেকর্ড!

বিনোদন ডেস্ক:: ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান প্রভাস। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতাকে। তার পরবর্তী প্রতিটি সিনেমার জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

সিয়াসাত ডটকমের তথ্য মতে, প্রভাস তার পরবর্তী তিনটি সিনেমা থেকে ৬০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৫৪ কোটি ২৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেবেন। অর্থাৎ প্রতি সিনেমার জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন তিনি। ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক এটি। এর আগে ‘পুষ্পা’ সিনেমার জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেন ২৬০ কোটি রুপি। তবে এটি কেবল পারিশ্রমিক নয়, এর মধ্যে যুক্ত রয়েছে প্রফিট-শেয়ার। কিন্তু প্রভাস প্রতিটি সিনেমার জন্য শুধু পারিশ্রমিক নিচ্ছেন ২০০ কোটি রুপি।

‘কেজিএফ’, ‘কানতারা’-এর মতো সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছে হোম বালে ফিল্মস। প্রযোজনা প্রতিষ্ঠানটি প্রভাসকে নিয়ে তিনটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। এসব সিনেমা ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা করেছে। তিনটি সিনেমার মধ্যে প্রথম নির্মিত হবে— ‘সালার টু’। এটি পরিচালনা করবেন প্রশান্ত নীল। বাকি দুটো সিনেমার নাম ও পরিচালক এখনো চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে, লোকেশ কঙ্গরাজ ও প্রশান্ত ভার্মা এ দুটো সিনেমা পরিচালনা করতে পারেন। এই ৩ সিনেমার জন্য ৬০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন প্রভাস।

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। গত ২৭ জুন মুক্তি পায় এটি। ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করেছে ১১০০-১২০০ কোটি রুপি। বর্তমানে প্রভাসের হাতে পাঁচটি সিনেমার কাজ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com