সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

বিসিবির নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান

বিসিবির নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এর আগে ২০২৪ সালে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হয়েছিলেন হান্নান। গাজী আশরাফ হোসেন লিপুর কমিটিতে দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয় তাকে। কিন্তু বছর না ঘুরতেই নির্বাচকের পদ ছাড়লেন তিনি।

এ নিয়ে বিসিবির একটি সূত্র জানায়, এক মাসের নোটিশে পদত্যাগপত্র দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে হান্নান সরকার নিজেও বিসিবির চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত কোচিংয়ে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক এ ব্যাটার। খেলা ছাড়ার পর কোচিংকে পেশা হিসেবে নিয়েছিলেন তিনি। যদিও পরবর্তী সময়ে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে বিসিবির চাকরিতে যোগ দেন হান্নান।

২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল হান্নানের। ১ লাখ ২৫ হাজার টাকা বেতনে নিয়োগ পেয়েছিলেন তিনি। প্রথম থেকেই এই বেতন আকর্ষণীয় মনে হয়নি তার কাছে। নির্বাচক প্যানেল থেকে বাদ পড়ে গেলে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়তে হতে পারে বলে মনে হয়েছে ১৭ টেস্ট আর ২০ ওয়ানডে খেলা এ ব্যাটারের কাছে। যে কারণে বেশ কিছুদিন ধরেই নিজেই নির্বাচকের চাকরি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com