সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: চলতি বছর ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ। বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে লাল-সবুজ জার্সিধারীদের। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য গতকাল বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ হেরেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারায় বাংলাদেশ। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইশমা তানজিম, জান্নাতুল ফেরদৌস ও রিতু মনি।

নারী বিশ্বকাপের বাছাইপর্ব হবে পাকিস্তানের লাহোরে, ৫-১৯ এপ্রিল। আগামী ৩ এপ্রিল বাছাইপর্ব খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগ্রেসদের। সেখানে বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মেয়েদের সঙ্গে। দুই ফাইনালিস্ট খেলবে বিশ্বকাপে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, রাবেয়া আক্তার, ফাহিমা খাতুন, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফারিহা আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার, রিতু মনি ও ইশমা তানজিম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com