শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

বাগাট ইউনিয়ন যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. আব্দুস সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) বাগাট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক জনাব এসএম মুক্তার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মোঃ তারিকুল ইসলাম (এনামুল)। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রাসেল মুন্সী এবং সঞ্চালনা করেন জনাব মোঃ কামরুজ্জামান খোকন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

সভায় যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ মোল্লা দলের ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা যুবদলকে আরো শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় বাগাট ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা আগামী দিনে দলের জন্য আরো বেশি করে কাজ করার প্রতিজ্ঞা করেন।

বাগাট ইউনিয়ন যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সফলতার সাথে সম্পন্ন হয়। সভায় দলের যুগ্ন আহবায়ক জনাব জাহিদ মোল্লার বক্তব্য দলের কর্মীদের জন্য অনুপ্রেরণাদায়ী ছিল। তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করে দলের কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com