শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

ফেসবুক ও ইন্সটাগ্রামে ফ্যাক্টচেকার রাখছে না মেটা

ফেসবুক ও ইন্সটাগ্রামে ফ্যাক্টচেকার রাখছে না মেটা

প্রযুক্তি ডেস্ক:: কোনো পোস্ট সত্য নাকি মিত্যা তা বিচারের ভার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ওপর ছেড়ে দিচ্ছে টেক জায়ান্ট কোম্পানি মেটা। ফেসবুক ও ইন্সটাগ্রামে স্বাধীন ফ্যাক্টচেকারদের ব্যবহার বাদ দিচ্ছে তারা। এর পরিবর্তে এক্স বা সাবেক টুইটারের অনুকরণে ‘কমিউনিটি নোটস’ চালু করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

মঙ্গলবার একটি ভিডিও বার্তা ও একটি ব্লগ পোস্ট করে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এই তথ্য জানান।

মার্ক জাকারবার্গ বলেন, ফ্যাক্টচেকের ক্ষেত্রে যেসব থার্ড পার্টি মডারেটরদের ওপর নির্ভর করা হচ্ছিল তারা ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ ছিল। তাই তিনি মনে করেন, বাক স্বাধীনতায় ফিরে যাওয়ার সময় হয়েছে।

এই ঘোষণার পর মনে করা হচ্ছে জাকারবার্গ ও তার কোম্পানির নির্বাহীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। কারণ ট্রাম্প ও তার সহযোগীরা মেটার বিরুদ্ধে ফ্যাক্টচেকিং পলিসি নিয়ে অভিযোগ তোলেন এবং দাবি করেন, কোম্পানিটি ডানপন্থীদের বাকস্বাধীনতা নিয়ন্ত্রণ করছে।

২০১৬ সালে মেটার এই ফ্যাক্টচেকিং প্রকল্প হয়েছিল। কোনো পোস্ট ভুয়া বা বিভ্রান্তিকর মনে হলে স্বাধীন ফ্যাক্টচেকারদের তা যাচাই করতে বলা হতো। যাচাইয়ের পর কোনো পোস্ট অসত্য প্রমাণিত হলে তার ওপর আলাদা করে ট্যাগ যুক্ত করে দিয়ে রিচ কমিয়ে দেয়া হতো।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই ফ্যাক্টচেকিং বন্ধ হচ্ছে। মেটা জানিয়েছে, ইউরোপ অঞ্চলের জন্য এখনই থার্ড পার্টি ফ্যাক্টচেকিং বন্ধ করে দেয়ার পরিকল্পনা নেই তাদের।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com