শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:: রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। যা নিয়ন্ত্রণে আসে সকাল সাড়ে ১০টায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
এর আগে সকাল ৯টা ১৭ মিনিটের দিকে মানিকগঞ্জ হাউসে দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাতের খবর আসে। ওই খবরে ঘটনাস্থলে একে একে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়। ভবনটির দোতলায় একটি ল’ চেম্বার রয়েছে। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় ১০টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো আমাদের লোকজন ভেতরে আছে। কাজ করছে। আগুন লাগার কারণ আমরা এখনো বের করতে পারিনি। এটা নিয়ে আমাদের লোকজন এখনো কাজ করছে। আগুনের ঘটনায় আহত কিংবা নিহত নেই। ভবনটি অনেক পুরোনো। অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থা ছিল না।
তিনি আরো বলেন, আমাদের যত আগুন লাগে তার মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। আমরা সচেতন না হলে এটা আরো বাড়তে থাকবে। আমাদের ভবনের নতুন অবস্থায় যে এই ক্যাবল টানা হয় তারপর দুর্ঘটনা না হওয়া পর্যন্ত আমরা ক্যাবল পরিবর্তন করি না। নিয়ম অনুযায়ী তিনমাস কিংবা ছয় মাস পরপর ইঞ্জিনিয়ার দিয়ে ক্যাবল পরীক্ষা করা উচিত। কিন্তু আমরা এই কাজটা করি না।