শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকান্ডের বিচার চায় চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা

লালমনিরহাট প্রতিনিধি॥
স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন, পিলখানাসহ চাকুরীচ্যুত দেশের সকল বিডিআর সদস্যদের সকল সুবিধাসহ চাকুরীতে পুর্নবহাল, দীর্ঘ ১৬বছর ধরে কারাবাস থেকে নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১২ জানুয়ারী) দুপুরে জেলা শহরের জিরো পয়েন্ট মিশনমোড় গোল চত্বরে সকল বিডিআর সদস্যদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাকুরীচ্যুত বিডিআর সদস্য মনির উদ্দিনের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, আব্দুস ছালাম, সাইফুল ইসলাম মন্টু, নুরুল ইসলাম, সফিউল ইসলাম প্রমুখ।

চাকুরীচ্যুত বিডিআর সদস্য মনির উদ্দিন বলেন, অপরাধী না হয়েও কারাবাস করতে হয়েছে। আমার কোন দোষ ছিলো না। এরপরেও আমাকে চাকুরীচ্যুত করা হয়েছে।

চাকুরীচ্যুত সাইফুল ইসলাম মন্টু বলেন, চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা করুন দিনাতিপাত করছেন। কেউ রিকসা চালান, কেউ শ্রমজীবী হিসেবে দিন কাটাচ্ছেন। আর কেউবা কিছুই করতে পারেন নি আদৌও। আমরা চাই, স্বাধীন তদন্ত কমিশনের মধ্য দিয়ে বিডিআর হত্যাকান্ডের সুষ্ঠ বিচার হোক এবং জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি হোক।

পিলখানার এই হত্যাকান্ড ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের বলা হয়ে থাকে। এ সময় মানববন্ধনে (১) পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবী।
(২) প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা (যেমন: রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি। সহ পুণরায় চাকুরীতে পূনর্বহাল বা যোগদান করাতে হবে।
(৩) তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে বলে তিনদফা দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে চাকুরীচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সাধারন ছাত্ররা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com