শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

পরকীয়ায় লিপ্ত প্রবাসীর স্ত্রী হাতে-নাতে ধরা

সাভার ও ধামরাই (ঢাকা) উপজেলা প্রতিনিধি ॥
ঢাকার ধামরাইয়ে পরিবারের সদস্যদের সুখের জন্য স্বামী প্রবাসে শ্রম দিচ্ছেন। এদিকে স্ত্রী গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে গোপন অভিসারে লিপ্ত হচ্ছেন নিত্যদিন। নিজ ঘরে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছেন ওই প্রবাসীর স্ত্রী।

পরে ঘরের বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রেখে পরকীয়া প্রেমিককে শুক্রবার রাত ও শনিবার দিনভর নির্যাতন করে একটি ব্যাংকের ৫ লাখ টাকার চেকে স্বাক্ষর নিয়ে ছেড়ে দিয়েছেন উপজেলার আমতা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল হোসেন।

তবে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ৫ লাখ টাকার চেকে স্বাক্ষর নেওয়ার কথা অস্বীকার করলেও প্রেমিক যুবককে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, সামাজিক মান-মর্যাদার দিকে তাকিয়ে মানবিক কারণে তাদের ছেড়ে দেওয়া এবং ওই গৃহবধূকে তার পিত্রালয়ে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, জোয়ার আমতা গ্রামের মো. জালাল আহমেদের ছেলে দিনমজুর বিপ্লব হোসেনের সঙ্গে কুয়েত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার রাতে বিপ্লব হোসেন কুয়েত প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে গোপন অভিসারে মিলিত হয়। প্রতিবেশীরা টের পেয়ে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করেন। এরপর প্রেমিক বিপ্লবকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রেখে শুক্রবার রাত ও শনিবার দিনভর নির্যাতন করেন আটককারীরা।

এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com