শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি:: রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজের এক দিন পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পদ্মা নদীর চরখানপুরে প্রথমে রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), খলিলের ছেলে মোহাম্মদ আলীকে (৩৮) পাওয়া যায়। পরে রাত আড়াইটার দিকে এন্তাজুলের ছেলে সবুজ মিয়া (২১) ও কালামের ছেলে ফারুক হোসেনের (১৮) মরদেহ পাওয়া যায়।

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্রোতের কারণে উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই সোমবার সকালে নদী থেকে উঠে যায়। এরপর থেকে স্বজনেরা নৌকায় চড়ে নদীতে নজর রাখছিলেন। রাতে ভারতীয় সীমানা সংলগ্ন বাংলাদেশ চরের অংশ থেকেই এক এক করে ভাসমান অবস্থায় মরদেহগুলো পাওয়া যায়। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জানাজার নামাজ শেষে তাদের মরদেহ দাফন করা হয়। মারা যাওয়া সবার বাড়ি চরমাজারদিয়াড় গ্রামে।

উল্লেখ্য, গত রোববার (০১ সেপ্টেম্বর) রাতে চরমাজারদিয়াড় যাওয়ার সময় পদ্মায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com