শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণের বাইরে লস অ্যাঞ্জেলেসে দাবানল, পাঁচজন নিহত

নিয়ন্ত্রণের বাইরে লস অ্যাঞ্জেলেসে দাবানল, পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা চারটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এসময় প্রাণহানি হয়েছে পাঁচজনের। আহত হয়েছে কয়েক ডজন মানুষ। হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্যালিসেডস, ইটন, হার্স্ট এবং উডলি- এই চারটি শহরে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইটনের দাবানল থেকে এক লাখেরও বেশি মানুষ এবং প্যালিসেডস দাবানল থেকে ৩৭ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, নতুন করে হলিউড হিলসেও দাবানল ছড়িয়ে পড়েছে। রানিয়ন ক্যানিয়ন ও ওয়াটলস পার্কের মধ্যবর্তী এলাকায় ঘণ্টাখানেক আগে আগুন ছাড়িয়ে পড়েছে। এর ফলে সেখান থেকেও মানুষজনকে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। রানিয়ন ক্যানিয়ন এবং হলিউড হিল লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বিখ্যাত এলাকাগুলোর মধ্যে অন্যতম।

ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন এম. ক্রাউলি এক সংবাদ সম্মেলনে জানান, ইটন থেকে পাঁচজনের মরদেহ ‍উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে ছড়িয়ে পড়া অন্যান্য দাবানলের মতো, এর শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল বিভাগ বলছে, ভূখণ্ডে প্রবেশ করা এবং তীব্র বাতাসের গতির সঙ্গে তাদের মোকাবেলা করতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ১,৭৯২ জন অগ্নিনির্বাপক কর্মী নিযুক্ত আছেন। ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রাউলি বলেছেন, তারা অতিরিক্ত অগ্নিনির্বাপক কর্মীদের ডেকেছেন।

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ঘণ্টায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতির দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক অবস্থার কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com