সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
এসময় তিনি লেখাপড়ার সাথে খেলাধুলায় কৃতিত্ব অর্জনের প্রতি মেয়েদের আরো বেশী উৎসাহিত হওয়ার আহবান জানান। অনুষ্ঠানের শেষে বিকেলে কৃতি শিক্ষার্থী ও বিজয়ী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জুয়েল আহমেদ, এড. মো. আবুল হোসেন, মো. জাকির হোসেন, দুর্জয় মাহমুদ, শাহীনা খানম প্রমুখ।