শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে তার নিজ বাসা থেকে নূর আলমকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার কলাকোপা খন্দকারহাটি গ্রামের এস এম আরিফুল ইসলাম বাদী হয়ে হয়ে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাবেক সাংসদ বিশিষ্ট শিল্পপতি সালামন এফ রহমানকে প্রধান আসামী করেন ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরো ৩শ’ থেকে ৪শ’ জনকে আসামী করা হয়।
এ মামলায় নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলমকেও আসামী করা হয়। সোমবার দিবাগত রাতে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা বাদী উল্লেখ্য করেন, গত ৩০ জুলাই সকালে উপজেলার নবাবগঞ্জ পাইলট গালর্স স্বুল অ্যান্ড কলেজ গেইটের কাছে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যান বাদী সহ ছাত্র-জনতা।
এসময় সালমান এফ রহমানের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র, বিস্ফোরক ও লাঠিসোটাসহ মিছিল নিয়ে তাদের উপর হামলা করে। এসময় বাদীকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সুস্থ হয়ে তিনি নবাবগঞ্জ থানায় মামলা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা নূর আলমকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।