শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে নবাবগঞ্জ থানার একটি মামলায় রিমান্ড আনা হচ্ছে জেনে ক্ষোভে ফুঁসে উঠে জনতা। তার বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে নবাবগঞ্জের সাধারণ জনতা।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদর হতে কয়েকশত নারী পুরুষ ঝাড়ু মিছিল নিয়ে বাগমারা আদালত ভবন প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে সমাবেশ করে।
মিছিলে আওয়ামী সন্ত্রাসী গডফাদার, শেয়ার বাজার লুটকারী, মাফিয়ার ডন দুনীর্তিবাজ দরবেশ সালমান এফ রহমানের ফাঁসি চাই বলে শ্লোগান দেন সাধারণ জনতা। ঝাড়ু মিছিলে নবাবগঞ্জের সর্বস্তরের জনতার সাথে বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরও দেখা যায়।
উল্লেখ্য যে, সালমান এফ রহমানের নামে তার নিজ নির্বাচনী এলাকা দোহারে একটি ও নবাবগঞ্জে দুটি বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলায় ঢাকা জেলা পুলিশ রোববার রিমান্ড নিয়েছে বলে জানা গেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, সালমান এফ রহমানকে নবাবগঞ্জ থানার মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিমান্ড এনে পুলিশের একটি গোপনীয় সেলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। নিরাপত্তার কারণে তাকে নবাবগঞ্জ নেয়া সম্ভব হয়নি।