শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর উদ্যোগে ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার শোল্লা স্কুল এন্ড কলেজে এ আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর সাবেক গভর্নর খন্দকার আবু আশফাক। সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর ডিস্ট্রিক্ট গভর্ণর প্রকৌশলী মো. সেলিম মিয়া।
উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর ফাস্ট লেডি শারমিন সেলিম তুলি, কেবিনেট সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল হাসান খায়ের, প্রকৌশলী আকরামুজ্জামান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার আবু শফিক খন্দকার প্রমুখ।
দিনব্যাপী ৪ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মো. মাসুদ হোসাইন, ডা. লুৎফর রহমান, ডা. আবুল হোসেন, ডা. জাহিদুল ইসলাম, ডা. ইব্রাহিম খলিল।
এছাড়া চোকের চানি অপারেশনের জন্য প্রায় ৩০ জনকে বাছাই করা হয়। তাঁদেরকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।