বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বাউল গানে মাতালেন কাজল দেওয়ান ও বাবলি সরকার

মো. নাজমুলা হোসেন, নবাবগঞ্জ প্রতিনিধিঃঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামে সারু ফকিরের তিন দিন ব্যাপি ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী ওরশ মোবারক উপলক্ষে গান পরিবেশনের মধ্য দিয়ে মঞ্চ মাতান বিশিষ্ট বাউল শিল্পী কাজল দেওয়ান ও বাবলী সরকার। সামসুদ্দিন আছালতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও কুয়েত প্রবাসি মো. চুন্নু মিয়া।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্থান থেকে গান শুনতে আসা স্রোতারা জানান অত্র ইউনিয়নে এটিই একমাত্র বড় বিচার গানের আসর। হাগ্রাদী এলাকা থেকে গান শুনতে আশা বকুল মিয়া বলেন, আমি অনেক এলাকায় গিয়ে গান শুনি। বিশেষ করে বিচার গান থাকলে আমারে কেউ রশি দিয়া বেঁধে রাখতেও পারে না। তবে আজ আমার গান শুনা সার্থক হয়েছে। তিনি আরো বলেন, বিচার গান শুনতে এসে আমি এতো মানুষ কোথাও দেখিনি। আমি আশা করি সাবেক মেম্বার এর ধারাবাহিকতা বজায় রাখবে। বর্তমান গদিনিশি সাবেক খোরশেদ আলী মেম্বার বলেন, আগে এই ওরশ মোবারক আমার বাড়িতেই বৈঠকি গান ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতো। কিন্তু এলাকাবাসীর দাবি ও সহোযোগীতা নিয়ে গত কয়েক বছর ধরে বিচার গানের আয়োজন করে আসছি। এবারো এলাকাবসীর দাবি ও সহযোগিতায় আমি তিন দিন ব্যাপি ওরশ মোবারক ও বিচার গানের আয়োজন করেছি। এই আয়োজনে আমাকে সবচেয়ে বেশি সহযোগীতা করেছে আমার এলাকার মুরব্বিরা ও যুবসমাজ। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আগামিতেও যদি তাদের সহযোগীতা পাই তাহলে আমি এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। বিচার গান উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার দর্শক স্রোতার সমাগম ঘটে। ফরিদা পারভীন ও ভক্ত বৃন্দরা দরবার পরিচালনা করেন।
এসময় আর উপস্থিত ছিলেন, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ বেপারী, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নান্নু মিয়া, ইউপি সদস্য মো. আনিস, আনোয়ার হোসেন, দানেচ বেপারী, হালিম, মো. শেহের আলী, খালেক, মো. শহীদ মিয়া, পান্নু মিয়া, সোহরাব হোসেন, রফিকুল ইসলাম, সজল হোসেন, মো. মজিদ, মিলন, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com