সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের ইমান নগর এলাকায় একটি পুকুরে শ্যালো ইঞ্জিনের ড্রেজিং দিয়ে চলছে বালু উত্তোলন। পুকুর থেকে অবৈধভাবে এসব বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে পাশের এলাকায়৷ ওই পুকুর থেকে পাইপলাইন নেওয়া হয়েছে আশপাশের জমির উপর দিয়ে৷ এতে নষ্ট হচ্ছে বিভিন্ন কৃষি ফসল৷
পুকুর থেকে বালু উত্তোলন করার ফলে আশপাশে যেসব জমি রয়েছে ড্রেজিং এর কারণে ওইসব জমি ঝুঁকিতে রয়েছে। এভাবে পুকুর খননের নামে বালু উত্তোলন বন্ধ না করলে পাশে থাকা ফসলি জমিতে আগামীতে চাষাবাদ ও ফসল উৎপাদন নিয়ে নানা সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন অনেকেই৷
সরেজমিনে গিয়ে জানা গেছে, পাশেই দোহারের কুসুমহাটি ইউনিয়নের আওলিয়াবাদ গ্রামের জাহাঙ্গীর নামের এক মাটি ব্যবসায়ী এই ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। জাহাঙ্গীর ওই এলাকায় মাটি-বালু ব্যবসায়ী নামে পরিচিত। বিগত সরকারের সময়ে তিনি ধাপিয়ে মাটির ব্যবসা করেছেন৷ তাঁকে এলাকায় জাহাঙ্গীর সরদার বলে চিনেন৷ যখন যে দল থাকে তাঁর গুনগান করে এসব অবৈধ ব্যবসাকে বৈধ করার চেষ্টা করেন৷ জাহাঙ্গীরের এতটাই ক্ষমতা যে প্রশাসনও ব্যবস্থা নিতে হিমশিম খায়?৷ তাঁর খুঁটির জোর কোথায় এমন প্রশ্ন অনেকের৷
এই বালু উত্তোলনের মূলহোতা জাহাঙ্গীরের কাছে এ বিষয়ে জানতে ঘটনাস্থলে গেলে তাঁকে পাওয়া যায়নি৷ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া হয়নি৷
সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, ড্রেজিং দিয়ে পুকুর থেকে বালু উত্তোলন করে বিক্রির কোন সুযোগ নেই৷ খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷