শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে গোল্ডকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত নবাবগঞ্জের বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, নবাবাগঞ্জ॥ ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর বিকেল তিনটায় বারুয়াখালী ক্লাব মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। নবাবগঞ্জের সুজাপুর শেরপুর একতা সংঘ এবং মানিকগঞ্জের ঘোস্তা সেবা উন্নয়ন সংঘ এতে অংশ নেয়।

বিকেল তিনটায় হাজারো দর্শকের উপস্থিতিতে খেলার উদ্বোধন করেন ব্যারিষ্টার হেদায়েত হোসেন চৌধুরী প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক বলেন, খেলাধুলার মাধ্যমে তরুন সমাজকে মাদকের বিপথগামী থেকে ফিরিয়ে আনতে হবে। দুর্নীতি সন্ত্রাস ও মাদকের ভয়াবতা রোধে খেলাধুলা হতে পারে তারুণ্যের জয়ের বিকল্প পথ। এ চিন্তা চেতনাকে সামনে রেখেই আমাদের আগাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্রজনতার হাত ধরেই এদেশের পরিবর্তন এসেছে। এ আন্দোলনে যারা জীবন দিয়েছে তাঁদের স্মৃতিকে স্মরণ করতে আগামী প্রজম্মকে ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। তিনি নবাবগঞ্জ দোহারের প্রতিটি গ্রামে পাড়া মহল্লায় খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে তরুণ খেলোয়ার ও ক্লাবগুলোকে সক্রিয় করার আহবান জানান।

বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের সভাপতি শাহীন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী খন্দকার আবুল কালম, আবু শফিক মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান, হাজী মাসুদুর রহমান প্রমুখ। উল্লেখ্য নবাবগঞ্জের প্রত্যন্ত এলাকার এ মাঠে প্রতি বছরই ফুটবল খেলার এ আয়োজন হয়ে থাকে।

খেলায় শত শত দর্শক উপস্থিতিতে এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। খেলায় শেষ পর্বে গোল শুন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে ৪-৫ গোলে মানিক গঞ্জের ঘোস্তা সেবা সংঘকে হারিয়ে নবাবগঞ্জ সুজাপুর শেরপুর একতা সংঘ বিজয়ী হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com