শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তাঁর স্বামী মাসুদুর রহমান চৌধুরীকে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমলী আদালত নবাবগঞ্জের ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান তাঁদের এ রিমান্ড আদেশ দেন।
রিমান্ড শুনানি শেষে রোববার আদালত এ আদেশ দেন।
দুই মামলায় রিমান্ড পেয়ে পুলিশ রোববার সন্ধ্যায় তাঁদেরকে নবাবগঞ্জ থানায় নিয়ে আসে। তাঁদের বিরুদ্ধে গত জুলাই মাসের ৩০ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় আহত এসএম আরিফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেছেন। গত ২১ সেপ্টেম্বর রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান আসামী করে ২৩৩জনকে এজাহার নামীয় ও ৩/৪ শত জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা হয়।
গত বুধবার দুপুরে ইউপি চেয়ারম্যান শিরিন চৌধুরী দম্পতি অষ্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাঁদের পরিচয় পেয়ে আট করে নবাবগঞ্জ থানা পুলিশে সোর্পদ করে। শিরিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে প্রথম ২০২২ সালে আগলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সে ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি পদে আছেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে তাঁরা দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিন রিমান্ড পেয়েছেন।
উল্লেখ্য, এ মামলার প্রধান আসামী সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখাতে নবাবগঞ্জ থানা পুলিশ গত ২২ সেপ্টেম্বর আদালতে আবেদন করেছে।